সাতমাথা ডেস্ক:
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতার চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানিতে নগদ সহায়তা কমানো হয়েছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাখ্যা। রপ্তানিতে নগদ সহায়তা কমানোর পর ব্যবসায়ীদের উদ্বেগ নিয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ব্যাখ্যা দিয়েছেন বলে জানান তিনি।
মঙ্গলবার রাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিবিএ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ২০২৩ সালের লেনদেনের ভিত্তিতে শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজকে পুরস্কার প্রদান এবং এশিয়ান ব্রোকার্স ফোরামে (এএসএফ) ডিবিএর সদস্যপদ পাওয়ার আনন্দ উদযাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply