সাতমাথা ডেস্ক:
উৎসে কর সম্প্রসারণের মাধ্যমে ব্যক্তিনির্ভর ব্যবসা থেকে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এর অংশ হিসেবে ব্যবসায় ৩ কোটি টাকার বেশি টার্নওভার বা বিক্রি করেন এমন ব্যক্তি করদাতাকে উৎসে করের আওতায় আনা হতে পারে। আগামী অর্থবছরে অর্থ আইনের মাধ্যমে প্রত্যক্ষ করের আওতা বাড়ানোর বিষয়ে সম্প্রতি এনবিআরের এক বৈঠকে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য (করনীতি) একেএম বদিউল আলম।
বৈঠকে একটি কর অঞ্চলের প্রতিনিধি ব্যবসা ক্ষেত্রে বার্ষিক ৩ কোটি টাকার বেশি লেনদেনকারী ব্যক্তি করদাতাকে অর্থ আইন, ২০২৩-এর ধারা ১৪০-এর উপধারা (৩)-এ নির্দিষ্ট ব্যক্তির সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে উৎসে কর কর্তনের আওতায় আনার প্রস্তাব করেন। প্রস্তাবের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিকে করের আওতায় আনার ক্ষেত্রে বিশ্বব্যাপী জনপ্রিয় পদ্ধতি হচ্ছে উৎসে কর কর্তনের বিধান। বাংলাদেশেও করের আওতা সম্প্রসারণের লক্ষ্যে উৎসে কর কর্তন বাড়াতে হবে। ব্যবসার ক্ষেত্রে ৩ কোটি টাকার বেশি টার্নওভারবিশিষ্ট স্বাভাবিক ব্যক্তি করদাতাকে উৎসে কর কর্তনের দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট ব্যক্তির সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
বৈঠকে জানানো হয়, বর্তমান আইনে টার্নওভার নির্বিশেষে যে কোনো কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ বা তহবিল উৎসে কর কর্তনের দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট ব্যক্তি হিসেবে সংজ্ঞায়িত করা হলেও স্বাভাবিক ব্যক্তি করদাতার টার্নওভার যাই হোক না কেন, তাকে উৎসে কর কর্তন করতে হয় না। এর ফলে অনেক সময় ফার্ম বা ব্যক্তিসংঘ উৎসে কর কর্তন থেকে দায়মুক্তি পেতে ফার্ম বা ব্যক্তিসংঘের টার্নওভারকে তার সদস্যদের টার্নওভার হিসেবে প্রদর্শন করে। এ জাতীয় কর্মকাণ্ড নিরুৎসাহিত করে করের আওতা সম্প্রসারণে ব্যবসায় ক্ষেত্রে ৩ কোটি টাকার বেশি টার্নওভারবিশিষ্ট স্বাভাবিক ব্যক্তি করদাতাকে উৎসে কর কর্তনের দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট ব্যক্তির সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
Leave a Reply