পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আরিফুজ্জামানকে (৩৫) শত শত মানুষের সামনে বেদম পিটিয়েছেন তিন দপ্তরি। এ ঘটনার বিচার ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক-কর্মকর্তারা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বালিয়াহালট স্কুল মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে শিক্ষক আরিফুজ্জামানকে এ মারধরের ঘটনা ঘটে।
প্রহৃত আরিফুজ্জামান সদর উপজেলার ৪০নং হেমায়েতপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ঘটনার বিচার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিুযক্ত তিন দপ্তরি হলেন- শহরের দক্ষিণ রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সজিব (৩০), চকপৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি বাপ্পী (২৮) এবং কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি রতন (৩০)।
Leave a Reply