জয়পুরহাটের কালাইয়ে আল মারকাযুল ইসলামী মাদরাসার উদ্যোগে ২৬ ফেব্রয়ারি কালাই আহলে হাদিস মসজিদ কমপ্লেক্স এ বার্ষিক ইসলামি জালসা মাওঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জালসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাইখ আকরামুজ্জামান আব্দুস সালাম মাদানী। এছাড়াও মাওঃ খলিলুর রহমান বোখারী, মাওঃ মোঃ মোস্তফা আলী,হাবিবুল হাসান বিন মান্নান কোরঅান হাদিস থেকে আলোচনা করেন।
Leave a Reply