আমার ভাষারা কোথায়
আমার শব্দরা কোথায়
আমার জবাব কোথায়
আমার অনুভূতি কোথায়
মৃত আত্মা অবিকল মানুষ
নিঃশ্বাস চলে মগজ বেহুস
শরীর খাঁচা ভেঙ্গে চিৎকার
পাতাল আসমান একাকার
আমার রুহ কবজ করে
আমার অস্তি বিবস করে
আমার চোখে সমুদ্র করে
আমার হৃদ মরীচিকা করে
মস্তক চাবায় তীব্র আঘাতে
বিধস্ত বিলীন সত্তার অতীতে
অভিশপ্ত জন্ম নিতে পূনরায়
ধরনীতে মায়াবতী হতে হয়
আমার রক্ত মাংস জুড়ছে
আমার অদ্ভুত টান জুড়ছে
আমার ধ্বংসে ঋন জুড়ছে
আমার মৃত্যু সময় জুড়ছে
সময় শেষে জগৎ ভুলে
অংশের হিসেবে তোলে রুহ
আত্মা উড়ে গেলে
মানব মনে রাখলে চলে
আমিই চুপ আমিই সবর
আমিই অচিন আমিই কবর
আমিই গরন আমিই মরণ
আমিই সর্বশেষ সরণ।
Leave a Reply