এটি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। এর নাম আল কারাওয়াইন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির অবস্থান মরক্কোর ফেইজে। চালু করেছিলেন ফাতিমা আল ফিহরি নামের একজন মুসলিম নারী।
এটি চালু হয় ৮৭৭ খৃষ্টাব্দ থেকে। আজও বিশ্ববিদ্যালয়টি চলমান রয়েছে।
এর প্রায় ১শ বছর পর ৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয়টির নাম বোলগনা বিশ্ববিদ্যালয়। এটি চালু হয়েছিল ইতালিতে, আল কারাওয়াইনের প্রায় ২শ বছর পর, ১০৮৮ সালে। এরও ৬ বছর পর অর্থাৎ ১০৯৬ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আর যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় চালু হয়, কয়েকশ বছর আগে- ১৬৩৬ সালে।
‘মুসলিমদের সোনালী ইতিহাস’ জানার চেষ্টা থাকা দরকার। অর্জনগুলো যেভাবে হাতছাড়া হয়েছে সেই আলোচনাও জারি রাখা প্রয়োজন।
#আলী আহমদ মাবরুর এর ফেসবুক ওয়াল থেকে নেয়া
Leave a Reply