বগুড়ার কাহালুতে শুক্রবার (৫ এপ্রিল) রাতে তারাবীর নামাজ পড়ে বাড়ী ফেরার পথে ঐ মসজিদের পার্শ্বে দুর্গাপুর-তালোড়া রাস্তায় রেদুয়ান হোসেন (১৬) নামক স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা করেছে দৃর্বেত্তরা। নিহত রেদুয়ান কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জো গ্রামের আলহাজ্ব মেরাজুল ইসলামের ছেলে এবং দেওগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র।
সংবাদ পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন এবং হত্যার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসা বাদের জন্য আবুল কাশেম (১৭),আবু হাসান (২১),হৃদয় (১৩) ও আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি জানার জন্য কাহালু থানার অফিসার ওসি সেলিম রেজার সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ না করে কেটে দেন। তবে হত্যার বিষষয়টি স্থানীয় ইউপি সদস্য নিশ্চিত করেন।
Leave a Reply