দিনাজপুরে জেলা জামায়াতের উদ্যোগে সদস্যদের (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহর, সদর উপজেলা ও বিরল উপজেলার সদস্য (রুকন) দের নিয়ে এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও
জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম।
শিক্ষাশিবিরে আলোচনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের তারবিয়াত সদস্য মাওলানা রবিউল ইসলাম, বাইতুলমাল সেক্রেটারি অধ্যাপক আসম ইব্রাহীম, জেলা উলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, সাহিত্য সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি তৈয়ব আলী ও রাজনীতি প্রশাসন এবং লিগ্যাল এইড বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো।
Leave a Reply