সাতমাথা ডেস্ক:
ব্রিটিশ মুসলিম তরুণ রিজওয়ান জাভেদ। ২৯ জন মানুষকে আত্মহত্যা থেকে বাঁচতে সহায়তা করায় ব্রিটিশ সরকার দেশটির সম্মানজনক পুরস্কার এমবিই (মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার) প্রাপ্তদের তালিকায় তার নাম ঘোষণা করেছে।
লন্ডনে বসবাস করা মুসলিম এই তরুণ ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ২৯ জন মানুষকে আত্মহত্যা থেকে বাঁচতে সহায়তা করেছেন বলে জানা গেছে। রিজওয়ান জাভেদের বিস্ময়কর কাজের খবর ফলাও করে ছাপা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিসহ নামকরা অনেক সংবাদমাধ্যমে। তার এ কাজের জন্য প্রশংসিত হচ্ছেন বিশ্বব্যাপী।
রেলওয়েতে চাকরির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও কনটেন্ট তৈরি করেন এই তরুণ।
পূর্ব লন্ডনের ইলিং ব্রডওয়ে স্টেশনে আসা ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার তদারকি করার দায়িত্বে আছেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া মানুষদের বাঁচার অনুপ্রেরণা দেওয়ার কাজও করেন তিনি।
জানা গেছে, ২০১৪ সালে রেলওয়েতে যোগ দিয়ে জাভেদ সামারিটান প্রশিক্ষণ কোর্স করেন। তখন তিনি দুর্বল ব্যক্তিদের শনাক্তকরণের পদ্ধতি, তাদের সাথে কথোপকথনের ধরন এবং তাদের সুরক্ষা নিয়ে অনেক কিছু শেখেন। প্রশিক্ষণের দুই দিন পর একটি স্টেশনে দায়িত্ব পালনকালে তিনি এ পদ্ধতি অনুসরণ করে একজনকে আত্মহত্যা থেকে বাঁচতে সহায়তা করেছিলেন।
Leave a Reply