সিরিজের প্রথম টেস্টের ১ম ইনিংসে ২৮০ রানে অল আউট হয়েছে শ্রীলংকা। লংকান দলপতি ধনঞ্জায়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরী সত্ত্বেও বাংলাদেশী বোলারদের দাপটে বেশি দূর এগুতে পারেনি শ্রীলংকা।
সিলেট স্টেডিয়ামে সকালে টস জিতে লংকানদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। টাইগার পেসারদের তোপের মুখে মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকে শ্রীলংকা। এরপর দলনেতা ধনঞ্জায়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস টাইগার বোলারদের সামনে প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন। দুজনে ২০২ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলে দেয়। দুজনেই সেঞ্চুরী তুলে নেন।
দলীয় ২৫৯ রানের মাথায় সেঞ্চুরীয়ান কামিন্দুকে সাজঘরে ফেরান ডেবুট্যান্ট নাহিদ রানা। পরের ওভারে আরেক সেঞ্চুরীয়ান ধনঞ্জায়া ডি সিলভাও নাহিদ রানার শিকারে পরিনত হলে আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ। দুজনেই ১০২ রান করে আউট হন।
নাহিদ রানা টানা ৩য় ওভারে আরেক উইকেট নিলে লংকানদের রানের চাকা থমকে যায়। অবশিষ্ট দুটি উইকেপের একটি নেন তাইজুল ইসলাম। রান আউটের শিকার হন লাহিরু কুমারা।
টাইগার বোলারদের মধ্যে খালেদ ও নাহিদ রানা ৩টি করে এবং শরিফুল ও তাইজুল ১টি করে উইকেট শিকার করেন। ২জন রান আউটের শিকার হন।
Leave a Reply