বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সুজাতা আজিম হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রীকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তার নাতনি ফারদিন আজিম।
দীর্ঘদিন ধরেই অভিনয়ে নেই তিনি। ‘অপারেশন জ্যাকপট’ নামের সিনেমা দিয়ে অনেক দিন পর শুটিংয়ে ফিরেছেন তিনি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরে তিনি সিনেমার শুটিং শেষ করে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, গাজীপুরের সফিপুর থেকে শুটিং শেষ করে বাসায় ফেরার পথে শ্বাসকষ্ট অনুভব করেন সুজাতা। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন, ২৪ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না।
Leave a Reply