স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে মোহাম্মদ হাফিজ অনন্য নাম। এই অলরাউন্ডারের নৈপূণ্যে বহু ম্যাচ জিতেছে পাকিস্তান। খেলা ছাড়ার পরও ক্রিকেটের সঙ্গে ছিলেন।
গেল ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দলের ছন্নছাড়া পারফরমেন্সের পর হাফিজকে টিম ডিরেক্টরের পদ দেওয়া হয়। দলটিকে গুছিয়ে এনেছিলেন সাবেক এই অলরাউন্ডার। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে তাকে জানিয়ে দেওয়া হলো তার চাকরি নেই। এই ঘোষণার সময় তার প্রশংসাও করেছে পিসিবি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ হাফিজকে। সেই সঙ্গে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে দলের প্রধান কোচও করা হয় তাকে। আগের কোচিং স্টাফের প্রায় সব সদস্যকে বিদায় করে দিয়ে বেশ কিছু নতুন মুখকে যোগ করা হয়। পরিবর্তন আনা হয় অধিনায়কত্বেও। বাবর আজমকে সরিয়ে দেওয়া হয়। ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আনা হয়েছে। তাতে খুব বেশি লাভ যদিও হয়নি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সফরে সব মিলিয়ে ৮ ম্যাচ খেলে কেবল ১টিতেই জিততে পেরেছিল পাকিস্তান।
আরও পড়ুন: সাকিবে মুগ্ধ নিশাম
এই ব্যর্থতার দায় হাফিজের কাধে চাপানো হয়েচে। মাত্র দুই সফর শেষে এবার হাফিজকে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেটের পদ থেকে। এক টুইট বার্তায় পিসিবি বৃহস্পতিবার জানিয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট মোহাম্মদ হাফিজকে তার অবদানের জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছে। খেলার প্রতি হাফিজের প্যাশন, ক্রিকেটারদের সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফরে তার মেন্টরশিপ ক্রিকেটারদের বেশ অনুপ্রাণিত করেছে। বিষয়টি বেশ জরুরি ছিল। পাকিস্তান ক্রিকেট হাফিজের ভবিষ্যতের সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছে।’
Leave a Reply