প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে ২৯ সেপ্টেম্বর, রবিবার, সকাল সাড়ে ১০ টায় সাংবাদিকদের নিয়ে হাকিমপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, দিনাজপুর ৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার শাখার আমীর আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, দিনাজপুর দক্ষিণ জেলা শাখার নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন, সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, দপ্তর সম্পাদক নুরুজ্জামান হোসেন, সিনিয়র সাংবাদিক রমেন বসাক। উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক, নূর মোহাম্মদ ও প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ প্রমুখ।
Leave a Reply