স্বামীর স্বভাব নিয়ে প্রশ্ন তুললেন মাহিরা খান!

বিনোদন ডেস্ক:
    সময় : রবিবার, মার্চ ১০, ২০২৪, ৬:৫৮ পূর্বাহ্ণ
  • ১২৮ Time View

গত বছর অক্টোবর মাসে দীর্ঘদিনের প্রেমিক সেলিম করিমের সঙ্গে দ্বিতীয়বার ঘর বাঁধেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বিয়ের মাস কয়েকের মধ্যেই শোনা যায়, অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা। যদিও এই ধরনের গুজবকে উড়িয়ে দেন তিনি। এখনই সন্তানের পরিকল্পনা নয়, বরং স্বামীর কিছু খারাপ গুণের কথা জানালেন তিনি।

শোনা যাচ্ছিল, চলতি বছর সেপ্টেম্বর মাস নাগাদ সেলিম-মাহিরার সংসারে আসবে নতুন অতিথি। সেই জন্যই নাকি হাতের কাজ কমাচ্ছেন অভিনেত্রী। স্বেচ্ছায় ছেড়েছেন একাধিক ভালো কাজের প্রস্তাব। যার মধ্যে রয়েছে নেটফ্লিক্সের ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ সিরিজ়ের কাজ।

তবে এই প্রসঙ্গে মাহিরা বলেন, ‘আসলে বিয়ের পর আমার অনেকটা ওজন বৃদ্ধি পায়। তবে এখনই মা হচ্ছি না, আর নেটফ্লিক্সের কাজটা যে ছেড়েছি, সেটিও সত্যি নয়।’

তবে বিয়ের পর থেকে স্বামী সেলিমের স্বভাবের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে তাকে। এমন কিছু জিনিস রয়েছে, যা একেবারেই পছন্দ নয় তার।

মাহিরার কথায়, ‘ও একেবারেই নিজের ভাব প্রকাশ করতে পারে না, বড্ড অন্তর্মুখী ধরনের। তবে যেটা আমাকে রীতিমতো সহ্য করতে হয়, তা সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত ওর গান শোনা। সারাক্ষণ গান ওর চাই-ই। আমার আবার উল্টো স্বভাব। সকালে উঠে একটু পাখির ডাক শুনতে ভালো লাগে।’

কিন্তু সব দোষ কি তার স্বামীর? মাহিরা স্বীকার করেছেন, তারও এমন কিছু অভ্যাস রয়েছে, যা তার স্বামীকে মানিয়ে নিতে হচ্ছে। যার মধ্যে অন্যতম মাহিরা প্রাতরাশ একা সারার অভ্যাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com