স্বনির্ভর জাতি গঠনের মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে : ডা. শফিকুর রহমান

খবর বিজ্ঞপ্তির:
    সময় : বুধবার, মার্চ ২০, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
  • ১২৬ Time View

স্বনির্ভর জাতি গঠনের মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, সমাজের দরিদ্র জনগোষ্ঠীরা আমাদেরই আপনজন। আমাদের ওপর তাদের হক রয়েছে। তাই যথাযথভাবে তাদের হক আদায় করা মুমিনের কাজ।

মঙ্গলবার (১৯ মার্চ) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর পাঠানটুলা এলাকায় শ্রমজীবি শ্রমিকদের মাঝে ঠেলা-ভ্যান-রিকশা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারা সারাজীবন গরিব থাকতে হবে তা ঠিক নয়। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে প্রয়োজন স্বনির্ভরতা। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। স্বনির্ভরতার সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের ঠেলা-ভ্যান-রিকশা বিতরণ একটি মহৎ উদ্যোগ। আমরা সব সময় মানবতার কল্যাণে কাজ করতে চাই। দরিদ্র মানুষের হক তাদের কাছে ফিরিয়ে দিতে চাই।

তিনি আরো বলেন, আমরা সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। দারিদ্রমুক্ত স্বনির্ভর জাতি গঠন করতে চাই। কিন্তু আমাদের এই মহৎ উদ্যোগ অনেকের পছন্দ হয় না। আমাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। ফাঁসি দেয়া, শহীদ করা হয়, পঙ্গু করে দেয়া হয়। সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করে আমরা ময়দানে আছি, মানবতার পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ। আজ যেসকল ভাই জামায়াতের পক্ষ থেকে ঠেলা-ভ্যান-রিকশা পেয়েছেন আগামীতে তারা কয়েকজন মিলে আরো একজন দরিদ্র ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করবেন। এই বাহন ব্যবহার করে হালাল রোজী রোজগার করার পাশাপাশি সঞ্চয়ের চেষ্টা করতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ঠেলা-ভ্যান-রিকশা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আলাউদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ ও ৩৭ নম্বর কাউন্সিলার মো: রিয়াজ মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ ও শাহজালাল বিশ্ববিদ্যালয় সভাপতি জহির উদ্দিন শিপন প্রমুখ।

ঠেলা-ভ্যান ও রিক্সা বিতরণ শেষে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com