নামুজা (বগুড়া) প্রতিনিধি:
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে, স্কাই ডাইনিং সেভেন সেট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বগুড়ার টিএমএসএস বিনোদন জগৎ খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্কাই ডাইনিং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মানিকের আয়োজনে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন, বগুড়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’সভাপতি ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন সি আইপি ।
বরেণ্য অতিথি ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগমের পক্ষে বক্তব্য রাখেন টিএমএসএসের উপ পরিচালক মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, ওয়ার্ল্ড ভিউ বিল্ডার্স লিঃ এর চেয়ারম্যান ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি লয়ন খায়রুল ইসলাম লাখিন, বগুড়া ভান্ডার এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী তৌহিদ পারভেজ বিপ্লব, টিএমএসএসের লিয়োজো’র নির্বাহী পরিচালক সহিদুল ইসলাম খান, চেম্বার অব কমার্সের ডিরেক্টর উজ্জ্বল হোসেন, বগুড়া রাজা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি পরিমল প্রসাদ রাজ, শহিদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল।
আজিবন সদস্য আল-আমীন আকন্দ, ডিরেক্টর শাফি পারভেজ, বজলার রহমান বজলু, ডিরেক্টর আব্দুস সালাম প্রমুখ। খেলায় অংশ গ্রহণ করেন ত্রিভুজ গোল্ডেন একাদশ বনাম পিয়াল এন্টারপ্রাইজ।
খেলায় ১-১ গোলে সমতা টাইব্রেকারে ত্রিভুজ গোল্ডেন একাদ ১-০ গোলে হারিয়ে পিয়াল এন্টারপ্রাই চাম্পিয়নের পুরষ্কার ১ টি গরু অর্জন করেন। ম্যাচ রেফারি রাকিবুল কবির সহকারি ম্যাচ রেফারি জুয়েল শেখ এবং মাহবুবুর রহমান লিটন। ক্রীড়া ভাষ্যকার শ্রবণ খান মজনু। এ সময় টিএমএসএসের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply