বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার সোনাতলা উপজেলা শাখার আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়।উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল।
উপজেলা যুগ্ন-সম্পাদক ডা: আব্দুল্লাহ আল জাকারিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্টেটারি ডা: আমজাত হোসেন, সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ডা: ফজলে রাব্বি নাসিমসহ আরও অনেকে।
অপরদিকে উপজেলার আড়িয়ারঘাট বাজারে অটোরিকশা -ভ্যান শ্রমিক ট্রাড ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অত্র ট্রাড ইউনিয়নের সভাপতি আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, ডা: নুরুল আমীন সরকার,আব্দুল মান্নান, ডা: শাহ আলম,নয়নসহ আরও অনেকে।
Leave a Reply