সোনাতলায় বিভিন্ন মেলায় জুয়ার আসর: প্রশাসন নীরব

Reporter Name
    সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ণ
  • ১৯৬ Time View

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী,ঠাকুরপাড়া সন্যাসী বুড়াবুড়ি, গোসাইবাড়ি,তেকানী চুকাই নগরের কাচারী বাজারে,করমজা হাটে ও পাকুল্লা হাটে অনুষ্ঠিত হয়েছে মেলা।

গত ১২ ফেব্রুয়ারি মেলাগুলোর ডাক হয়। নিয়মানুযায়ী গত ১৪ ফেব্রুয়ারি মেলা হওয়ার কথা থাকলেও পরদিন ১৫ ফেব্রুয়ারিও মেলা অনুষ্ঠিত হয়েছে।

এরমধ্যে হরিখালী ও সন্যাসী বুড়াবুড়ি মেলায় জুয়া খেলা অনুষ্ঠিত হয়েছে। জুয়া খেলা হওয়ায় হতভম্ব হয়ে ওঠে সাধারণ মানুষজন। উঠতি বয়সের ছেলেরা জুয়া খেলায় অংশ নিয়ে অর্থ খুইয়ে খালি হাতে বাড়ি ফিরেছে।

মেলাগুলোতে পুলিশ থাকা সত্বেও জুয়াখেলা জমজমাট হয়েছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা,এসিল্যান্ড প্রতীক মন্ডল ও থানার ওসি বাবু কুমার সাহা সংবাদ পেয়ে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৭টার দিকে বুড়াবুড়ি সন্যাসী মেলায় গিয়েছিলেন। সেসময় জুয়া খেলা বন্ধ থাকলেও তারা সেখান থেকে চলে যাওয়ার পর আবারও জুলাখেলা চলতে থাকে। হরিখালি মেলায়ও একই অবস্থা।

হরিখালী মেলায় জুয়া ব্যাপারে থানার ওসিকে অবগত করা হলেও তিনি সেখানে যাননি। চলতে থাকে গভীর রাত পর্যন্ত জুয়াখেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com