বিপিএল-এ আজকের দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে সিলেট স্ট্রাইকার্সকে ১৮৪ রানের টার্গেট দিয়েছে তামিম ইকবালের ফর্চুন বরিশাল। ২০ ওভারে বরিশালের সংগ্রহ ৬ উইকেটে ১৮৩ রান। দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৫২ রান করেছেন মুশফিকুর রহীম। দ্বিতীয় সর্বোচ্চ রান এসে কেইল মায়ার্সের ব্যাট থেকে।
ভালো শুরুর পর পাকিস্তানি আহমেদ শেহজাদ এবং তামিম ইকবাল সাজঘরে ফেরার পর মায়ার্সকে সাথে নিয়ে দলকে বড়ো পূঁজি এনে দেন মুশফিকুর রহীম। তামিম ১৯, শেহজাদ করেন ১৭ রান। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ৭ বলে ১৫ রান করেন।
সিলেটের পক্ষে তানজিম হাসান সাকিব ৩টি এবং শফিকুল ও হেরি টেকটর ১টি করে উইকেট নিয়েছেন।
চট্রগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশালের দলনেতা তামিম ইকবাল।
Leave a Reply