সিরিয়ার ২৫০টিরও বেশি স্থাপনায় ইসরাইলি হামলা

সাতমাথা ডেস্ক:
    সময় : মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ
  • ৫৩ Time View

ইসরাইল বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন অঞ্চলের ২৫০টিরও বেশি সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালানো শুরু করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর ইসরাইলি বাহিনী তাদের ইতিহাসে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহতম হামলা চালিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত ইসরাইলি আর্মি রেডিওকে জানিয়েছে, গত দুই দিনে
রাজধানী দামেস্কসহ সিরিয়ার ২৫০টিরও বেশি সামরিক স্থাপনায় ইসরাইল হামলা চালিয়েছে।

সোমবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় লাতাকিয়া বন্দরের কাছে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দামেস্কের কাছে একটি গ্রামে চারটি বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া, দামেস্কের নিকটে তিনটি সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি সৈন্যরা। হামলায় ঘাঁটিগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে একাধিক গণমাধ্যম।

এদিকে, ইসরাইলের এসব হামলা এবং গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলো দখলে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার ও ইরাক।

সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইসরাইলি অনুপ্রবেশকে ‘একটি বিপজ্জনক পদক্ষেপ এবং সিরিয়ার সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ আক্রমণ, পাশাপাশি এটাকে দোহা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মনে করে কাতার।

সৌদি আরবও ইসরাইলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরাইলি পদক্ষেপ আন্তর্জাতিক আইনের ক্রমাগত লঙ্ঘন এবং সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়েছে।

অপর দিকে বাগদাদ ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তেল আবিব ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ করেছে।
সূত্র : আল-জাজিরা ও টাইমস অব ইসরাইল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com