“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে সারাদেশের মত নাটোরের সিংড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণিসম্পদ সেবা সপ্তাহের (১৮-২২ এপ্রিল) উদ্বোধন করেন।
নাটোরের সিংড়ায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে উপজেলা কোর্টমাঠে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) শামীমা হক রোজী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। শেষে প্রদর্শনীতে অংশ নেয়া গবাদি পশু/পাখি খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply