সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের উদ্যোগে মেহেদি উৎসব পালিত

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
    সময় : বুধবার, এপ্রিল ১০, ২০২৪, ৬:৫৬ পূর্বাহ্ণ
  • ১১৫ Time View
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির উদ্যোগে শিশুদের নিয়ে মেহেদি উৎসব ও চকলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি টপি সরদারের নেতৃত্বে চলনবিল মহিলা ডিগ্রি কলেজে উৎসব অনুষ্ঠিত হয়।
আর মাত্র একদিন পরেই ঈদুল ফিতর। ঈদকে ঘিরে আগ্রহের শেষ থাকে না শিশুদের। তাদের বায়না মেটাতে সাধ্যমতো চেষ্টা করেন অভিভাবকরাও। শিশুদের ঈদ রাঙাতে মেহেদি উৎসব করেছেন প্রতিমন্ত্রী পলক। এসময় দুইশতাধিক শিশুর হাতে মেহেদির আল্পনা করা হয়। এতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে এসব শিশু।
ছাত্রলীগ নেত্রী টপি সরদার বলেন, ঈদ সবার জন্য আনন্দের। প্রতিমন্ত্রী পলক মহোদয়ের উদ্যোগে আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব ও অসহায় শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। সে জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com