বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ফ্রিজসহ আসবাবপত্র পুড়ে ১টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০মিনিটে সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত তছলিম উদ্দীন তরফদারের ছোট ছেলে আব্দুল সবুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আব্দুস সবুরের বোন রওশুনারা জানান, গভীর রাতে হুট করে বিকট শব্দ শুনতে পান। পরে ঘরে আগুন দেখতে পেয়ে তার চিৎকারের পার্শ্ববর্তী লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই এতে ফ্রিজের পার্শ্বে রক্ষিত কাপড়চোপড়, আসবাবপত্র ও ঘরের চালাতে আগুন লেগে যায়। নিয়ন্ত্রণের পর স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ পারভেজ বলেন, ফায়ার সার্ভিস পৌছার পূর্বেই স্থানীয়রা সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে।
Leave a Reply