বাংলা ১৪৩১ নববর্ষকে স্বাগত জানিয়ে নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নানান রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দিয়েছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকাল ৯ টায় অনুষ্ঠিত শোভাযাত্রা টি উপজেলা চত্বর থেকে শুরু করে জিরোপয়েন্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার আদলে র্যালিটি ছিল জাগজমকপূর্ণ। এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেন ।
পরে উপজেলা পরিষদ একাডেমি চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরে পন্তাভাত খাওয়া অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান হোসেন মন্ডল , থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব সহ কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply