সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আরএমটিপি উপ-প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে মূল্য সংযোজিত মৎস্য পণ্য (ফিস বল, ফিস কাটলেট, ফিস স্টিক, ফিস ফ্রাই, ফিস বারবিকিউ ইত্যাদি) মৎস্য ভোগ্য পণ্যের খাবারের দোকানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সন্ধ্যা ৭ টায় নওগাঁ বগুড়ার সান্তাহার পৌর শহরের বাইপাসের মোড়ে দার্জিলিং রেষ্টুরেন্টে এই দোকানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্পের ডিপিসি আব্দুল বাতেন। আরও উপস্থিত ছিলেন, মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল, উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, ব্যবস্থাপক (মনিটরিং) সোহেল রানা, আরএমটিপি প্রকল্পের কর্মকর্তা ফিরোজ হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিশ সরকারের যৌথ অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আরএমটিপি (রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট) প্রকল্পের মাধ্যমে নওগাঁয় নিরাপদ কৃষি পণ্য উৎপাদন ও কৃষি পণ্যের ব্র্যান্ডিং-এর কাজ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী।
Leave a Reply