সান্তাহারে রাস্তার দুইধারের গাছ কেটে সাবাড় করছে বনবিভাগ!

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ
  • ২৪২ Time View

তীব্র রোদ ও তাপদাহে মাঠে ধান কাটার পাশাপাশি বিলে মাছ ধরছে কৃষক এবং জেলেরা। রোদ যখন মাথার উপর কাজ করতে করতে ক্লান্ত কৃষক ও জেলেরা সড়ক ও বিলের পাশের সাড়ি সাড়ি গাছের ছায়াতে বসে একটু জিড়িয়ে নিচ্ছে। আবার বিশেষ উৎসবগুলোতে এই সড়ক ও বিলপাড় বিনোদন কেন্দ্রে পরিণিত হয়। তবে এখন থেকে আর এই সড়কের পাশে দেখা যাবে না দাঁড়িয়ে থাকা সবুজ বনানি।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক রক্তদহ বিল। এই বিলে যাওয়ার একমাত্র রাস্তা সান্দিড়া গ্রামের ভিতর দিয়ে। এই রাস্তার ধারে রয়েছে সারি সারি বনজ গাছ। যে গাছ গুলো কেটে ফেলছে বনবিভাগ। আর এতেই চাপা ক্ষোপ দেখা দিয়েছে স্থানীয়সহ ভ্রমন পিপাসুদের মাঝে। বিলের পাড় ও রাস্তা ধারের সড়কে এসব গাছ ছায়া দিয়ে যাচ্ছে প্রায় ২০ বছর ধরে। সড়কে ছায়া দেওয়া এসব গাছ কাটার বিরোধিতা করছেন স্থানীয়রা। কিন্তু বন বিভাগের কর্মকর্তারা বলছেন, নিয়মমাফিক এসব গাছ কাটা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রাম থেকে রক্তদহ বিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের বেশি সড়কের পাশ ও বিল পাড় দিয়ে প্রায় ১২শ গাছ কাটার জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কাটা হয়েছে প্রায় চার থেকে পাঁচশতটি গাছ। গাছগুলোর বেশিরভাগই বনজ গাছ। স্

থানীয় বাসিন্দা আছর আলী নামের এক কৃষক বলেন, বন বিভাগ থেকে গাছ কাটছে কাটুক তবে দেখে শুনে বেশি বয়সী গাছ ও মারা যাওয়া গাছ কাটুক। আবার নতুন নতুন গাছ লাগাক। তবে একবারে সব গাছ কাটায় আমাদের কৃষকদের অসুবিধা আবার এই গরমে গাছের ছায়া ও বাতাসে আমরা স্বস্তি পেতাম। সান্দিড়া গ্রামের কাদের আলী নামের এক জেলে বলেন, এখানে সরকারি গাছগুলো সব কাটা হচ্ছে তবে কোনো গাছ লাগানো হচ্ছে না। আদৌ এখানে কোনো গাছ লাগানো হবে কিনা তার ঠিক নেই। এই গাছগুলো কাটায় আমাদের সব পেশার লোকদেরই অসুবিধা হচ্ছে। এই বিল ও বিলের আশেপাশে প্রায় কয়েকশ কৃষক, জেলে প্রতিদিন কাজ করে যারা এই সড়কের পাশে গাছের ছায়ায় এসে একটু জিড়িয়ে নেয়। গাছ কাটার ফলে রোদের কারণে আমাদের কাজ করতেও অসুবিধা হচ্ছে।

তাহমিদ নাফিস দিপ্ত নামের এক শিক্ষার্থী বলেন, গাছ আমাদের পরিবেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটি আমাদের সকলেরই জানা। সান্তাহারের সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি এই রক্তদহ বিল পার। তীব্র গরমেও এখানে ছায়া, বাতাস থাকতো সামনে অথৈ পানি। আর এই সৌন্দর্য আরও বুদ্ধি পায় সড়ক ও বিল পাড়ের গাছের কারণে। সেখানে সব গাছ কেটে ফেলে এই এই সৌন্দর্য নষ্ট করছে বন বিভাগ।

সবুজ আন্দোলন নামের পরিবেশবাদী সংগঠনের আদমদীঘি উপজেলার সাধারণ সম্পাদক সাগর খান বলেন, বন বিভাগ গাছ কাটবে আবার গাছ লাগাবে। কিন্তু এরা গাছ কাটে রোপণ করে না। এই গাছগুলো একবারে না কেটে কয়েক পর্যায় ক্রমে কাটতে পারতো।এত নতুন গাছ রোপণ করে আবারও পর্যায় ক্রমে আগের গাছ কাটলে পরিবেশ সৌন্দর্য দ্টুই রক্ষা পেত।

একই সংগঠনের উপজেলার সভাপতি গোলাম রব্বানী দুলাল বলেন, পরিবেশ রক্ষায় নিয়মমাফিক গাছ কেটে নতুন গাছ রোপণ করতে হবে। কিন্তু বনবিভাগ থেকে এর আগেও উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের পাশ থেকে কাটা হয়েছে হাজার হাজার গাছ। পরবর্তীতে এইসব গাছ লাগানোর কথা থাকলেও দুই বছর পার হলেও একটি গাছও রোপণ করেনি বন বিভাগ। বন বিভাগ গাছ কেটেই চলছে তবে লাগাচ্ছে না একটি গাছও।

এ বিষয়ে আদমদীঘি বন বিভাগের ফরেস্টার মতিউর রহমান বলেন, নিয়ম অনুয়ায়ি প্রতি ১০ বছর পর পর গাছগুলো কেটে ফেলতে হবে। এবং নতুন করে আবার গাছ লাগাতে হবে। তবে এই গাছগুলো ২০ বছর আগের যার কারণে গাছগুলো রাখার আর সুযোগ নেই। আমারা গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রয় করেছি। গাছ কাটার দুই বছর পার হলেও বগুড়া নওগাঁ মহাসড়কে গাছ লাগানো হয়নি এমন প্রশ্নে তিনি জানান সড়ক সম্প্রসারনের কাজ করায় গাছ লাগানো যায়নি আগামীতে সড়কের ফাঁকা জায়গায় গাছ রোপণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com