মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণীয় করে রাখতে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এক অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণের জন্য এক ব্যান্ডেল ঢেউটিন উপহার দিয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে থানার সামনে তিনি পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার আমজাদ খাঁন নামের ওই অসহায় ব্যক্তির হাতে উপহার হিসেবে এসব ঢেউটিন তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান ও শিক্ষক রঞ্জন রায় সহ থানার অন্যান পুলিশ সদস্যরা।
ওসি মোক্তার হোসেন বলেন, ‘বাঙালি ছাড়া পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতিকে ভাষার মর্যাদা রক্ষায় এভাবে প্রাণ দিতে হয়নি। প্রাণ এবং রক্তের বিনিময়ে অর্জিত হয় মায়ের ভাষা বাংলা। তাই তো দিনটি যেমন গৌরবের, অহংকারের, তেমনই শোকেরও।
স্মরনীয় এই দিনে ব্যক্তিগত তহবিল থেকে গৃহনির্মানের জন্য আসহায় আমজাদ খাঁনকে ৮ফুট সাইজের এক ব্যান্ডেল ঢেউটিন উপহার দিয়েছি। এবারের এই দিবসটি একটু ব্যতিক্রমভাবে উদযাপন করার জন্যই এমন উদ্যোগ।’
Leave a Reply