বগুড়ার আদমদীঘির সান্তাহারে আদর্শ রেলওযে মুক্ত স্কাউট গ্রæপের আয়োজনে দিন ব্যাপি ‘স্কাউট ডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী সান্তাহার রেলওয়ে জেলা স্কাউটস ভবনের সামনে এই আয়োজনটি করা হয়। সেখানে সকাল থেকেই স্কাউট ইউনিট লিডারের নিবিড় তত্বাবধায়নে দৈনন্দিন জীবনের সকল কর্মকান্ড নিজেরাই সম্পাদন করে স্কাউটরা।
ক্যাম্পের শিক্ষা ব্যক্তি জীবনে দেশের কল্যাণে প্রয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সন্ধ্যায় স্কাউটসদের নিয়ে শহীদ সিরাজ খাঁন মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে এক সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজা, স্কাউটের জেলা সমন্বয়ক আয়েন উদ্দীন, গ্রæপ সম্পাদক আহসান হাবীব তুহিন, কাব লিডার আলিফ হাসান, স্কাউট রাফিজ রহমান রাজ, সাংবাদিক ফিরোজ হোসেন ও নেহাল আহম্মেদ প্রান্ত প্রমূখ।
Leave a Reply