বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেন থেকে শরীরের কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় (বডি ফিটিং) চার কেজি গাঁজা উদ্ধারসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নাটোর জেলার লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ারপোট ভাদুর বটতলা এলাকার মনিরুল সরদারের স্ত্রী রোজিনা বেগম (৩৬) ও আজিম সরদারের স্ত্রী শরীফা বেগম (৪৬)। সোমবার (১৮ মার্চ) রাত ১১ টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনের মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ওই ট্রেনে অভিযান পরিচালনা করেন। ট্রেনের ‘ঙ’ নম্বর বগিতে যাত্রী বেশে মাদক ব্যবসায়ী দুই নারী তাদের নিজের শরীরের কোমরে বিশেষ কায়দায় গাঁজা বেঁধে বসে ছিলেন। তল্লাশীকালে ওই দুই নারীর শরীরে বিশেষ কায়দায় রাখা চার কেজি গাাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply