বগুড়ার সান্তাহারে ট্রেনে তল্লাশি চালিয়ে চালের বস্তার ভেতরে লুকিয়ে রাখা ৮৪ বোতল ফেনসিডিল সহ চাঁন মিয়া(২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুর ৩টার দিকে সান্তাহার জংশনে রেলওয়ে থানার একটি আভিযানিক দল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, গ্রেফতার কৃত চাঁন মিয়া (২২) লালমনিহাট জেলার তিস্তা লতিপুর এলাকার নুরুজ্জামানের ছেলে।
এই কর্ম কর্তা আরো জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম আন্ত:নগর এক্রপ্রেসে এক যাত্রী ফেনসিডিল বহন করছে এমন গোপন সুত্রে সংবাদ পায় জিআরপি। পরে ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশনের তিন নাম্বার প্লাটফরমে দাঁড়ালে কুড়িগ্রাম আন্ত:নগর এক্রপ্রেসে ‘চ’ বগিতে তল্লাশি চালিয়ে যাত্রী বেশে থাকা চাঁন মিয়াকে চালের বস্তার মধ্যে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত চাঁন মিয়াকে মাদক আইনে মামলা দায়ের করে আদালাতে পাঠানো হয়।
Leave a Reply