বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ও দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার রুহুল আমিন গাজীর রোগ মুক্তি কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার বাদ জোহর বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি মোঃ আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাবেক নির্বাহী সদস্য এফ শাহজাহান ও সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কারাম আজাদ ও রাহাত রিটু, দৈনিক সংগ্রামের বগুড়া অফিস প্রধান মোস্তফা মোঘল, সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান কোয়েল, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য প্রতীক ওমর ও মাহফুজ মন্ডল প্রমূখ।
Leave a Reply