সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বগুড়া আইন কলেজ চত্বরে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য প্রতিক ওমর ও মাহফুজ মন্ডলসহ ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবারই প্রথম সাংবাদিক ইউনিয়ন বগুড়া এধরনের মহতী উদ্যোগ নিয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দের এই উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন ইউনিয়নের সদস্যরা।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’রসাবেক সহসভাপতি, দৈনিক সাতমাথা’র সহকারি সম্পাদক হাবিবুর রহমান আকন্দ বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন বগুড়া যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবী রাখে। অতীতে কখনোই সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়নি। এক্ষেত্রে নবনির্বাচিত নেতৃবৃন্দ সাধুবাদ পাওয়ার যোগ্য।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’রসাবেক সাধারন সম্পাদক মমিনুর রশীদ শাইন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ঈদের আগে এই উপহার সামগ্রী মেহনতী সাংবাদিকদের জন্য খুবই ভালো উদ্যোগ। আমি এই উদ্যোগের সাফল্য কামনা করছি।
Leave a Reply