সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
    সময় : রবিবার, মার্চ ৩১, ২০২৪, ১:২৭ অপরাহ্ণ
  • ১৩২ Time View

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে রবিবার বিকেলে স্থানীয় টিএমএসএস মিলনায়তনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার মেয়র ও বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারি মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, দৈনিক সাতমাথা’র সহকারি সম্পাদক অধ্যাপক মো: আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সৈয়দ ফজলে রাব্বী ডলার, দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু, ডা. লিয়াকত আলী, ডা. মাহাবুবর রহমান সরকার, ডা. ইব্রাহিম খলিলুল্লাহ, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদলের আহবায়ক আহসান হাবীব, বগুড়া পৌরসভার কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মেরী আক্তার, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক অঞ্জনা আক্তার, দৈনিক নয়াদিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ইনছান আলী শেখ, দৈনিক করতোয়ার স্টাফরিপোর্টার রাহাত রিটু, দৈনিক সংগ্রামের বগুড়া অফিস প্রধান মোস্তফা মোঘল, দৈনিক বগুড়ার স্টাফরিপোর্টার জহুরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য প্রতীক ওমর, মাহফুজ মন্ডল, মাওলানা আব্দুস সালাম প্রমূখ।

ইফতারের পূর্ব মুহুর্তে মুনাজাত পরিচালনা করেন বিশিস্ট আলেম দ্বীন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী।।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com