জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পুরো রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে। জনগণ যেহেতু এ সরকারকে ভোট দেয় না, তাই জনগণের বিরুদ্ধে এদের অবস্থান। সাধারণ মানুষের কষ্টার্জিত ট্যাক্সের অর্থ লুট করে পাচার করা হচ্ছে বিদেশে। এগুলো দেখার কেউ নেই। বিচার করার কেউ। অথচ, বিদুৎ, পানি, গ্যাসের বিল দিতে একদিন দেরি হলে সংযোগ কেটে দেয়া হয়।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অরক্ষিত সীমান্তের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। -খবর বিজ্ঞপ্তির
Leave a Reply