শেরপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪, ৬:১৫ পূর্বাহ্ণ
  • ১৭৫ Time View

 বগুড়ার শেরপুরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রিকালে সম্রাট আব্দুল মোমিনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (১৮মার্চ) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া আব্দুল মোমিন উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি (হাটখোলা) এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল মোমিন বেশকিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে শেরপুর উপজেলায় রকমারি মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রবিবার (১৭মার্চ) রাতে নিজ বসতবাড়ির পাশের ফাঁকা মাঠে গাঁজাসহ রকমারি মাদক বিক্রি করছে-গোপনে এমন সংবাদ আসে। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় এক কেজি গাঁজাসহ আব্দুল মোমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া আব্দুল মোমিন একজন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। পাশাপাশি নিজেও মাদক সেবন করেন। তার বিরুদ্ধে শেরপুর থানাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় একাধিক মামলা রয়েছে। সে পুলিশের চোঁখ ফাকি দিয়ে এই উপজেলায় মাদকদ্রব্যের রমরমা ব্যবসা করছিল। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য বিক্রিকালে গাঁজাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার হওয়া আব্দুল মোমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com