বগুড়ার শেরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়েছে জামায়াত। শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জননেতা আলহাজ্ব দবিবুর রহমানের নেতৃত্বে শুক্রবার জামায়তে ইসলামী শেরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ ভবানীপুর ইউনিয়নের গোমরতা গ্রামের কৃষক নজরুল ইসলামের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
উল্লেখ্য, ১৮ এপ্রিল রাত একটার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোমরতা গ্রামের কৃষক নজরুল ইসলামের গোয়ালঘরে অগ্নিকান্ডে ২ টি গরু পুড়ে মারা যায়। খবর পেয়ে ছুটে যান জামায়াত নেতৃবৃন্দ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা জাময়াত ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহযোগী প্রদান করা হয়। এসময় উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply