শেরপুর মহাসড়ক এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। রাস্তা পারাপার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়েছে । ফ্লাইওভার না থাকার কারণে রাস্তা পারাপারের জন্য একদিকে ধুনটমোড় এবং অন্যদিকে শেরপুর উপজেলা পরিষদের সামনে দিয়ে রাস্তা পারাপার হতে হয়।
ফ্লাইওভার এখন জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। আজ (১৯ এপ্রিল) ভোর ৫ ঘটিকায় শেরপুর ধুনট মোড় বাইতুন নূর জামে মসজিদে নামাজ পড়ে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আহত হন ফুলবাড়ী নিবাসী মোঃ নজর উদ্দিন (৭৫)।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মহাসড়ক সম্প্রসারণের পর প্রায়ই শেরপুরে সড়ক দূর্ঘটনা ঘটছে। চালকদের বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারনে বেশিরভাগ দূর্ঘটনা ঘটছে বলে সচেতন মহল মনে করছেন।
Leave a Reply