বুধবার বিকাল ৫টায় কবিতা- কোমল, বগুড়ায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ছোট কাগজ শিল্প আলো’র আয়োজনে সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে একুশের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
কবি এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি আকতার ইবনে জওহর, কবি হাসান রুহুল, কবি মাস্টার নজরুল ইসলাম, কবি শরিফ সবুজ, কবি হাসান মাহমুদ টগর।
প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন অধ্যাপক এমদাদুল হক।
Leave a Reply