মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাকিবুল ইসলাম (২৫)। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর এলাকার আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, রাকিবুল ইসলাম নামের ওই মোটরসাইকেল আরোহী কিচক থেকে মোকামতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কিচক ব্রিজ এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এঘটনায় ট্রাকটির চালক ও সহকারী পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply