বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের ঈমামতিতে উক্ত দোয়ায় শামিল হন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিবৃন্দ।
নামাজ পরবর্তী খুতবা ও দোয়াও পরিচালক করেন মাওলানা শাহাদাতুজ্জামান। খুতবায় তিনি সকল প্রকার পাপাচার ও অন্যায় থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানান। সারাদেশে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহ তায়ালার দরবারে অঝোর নয়নে ফরিয়াদ জানানানোর মাধ্যমে ইসতিসকার নামাজ ও দেয়া শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার ও স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply