বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলার শাখার উদ্যোগে শুক্রবার (২২ মার্চ) বিকাল ৫ টায় স্থানীয় একটি মিলনায়তনেপবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের শাজাহানপুর উপজেলা সভাপতি মো. তারেকুল ইসলাম (তারেক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা (পূর্ব) শাখার সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান।
শাজাহানপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম, ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন, কাজী সাইফুল ইসলাম, ডা. হযরত আলী, মো. রাজু, মো, আপেল, আশেকপুর ইউনিয়নের সভাপতি মো. দুলাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply