বগুড়া শাজাহানপুর উপজেলায় দ্রুতগামী জাহাঙ্গীর পরিবহন নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাজমিনুর রহমান(৫০) নামের একজন পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত পৌনে ৯ টার দিকে বগুড়া ঢাকা মহাসড়কের উপজেলার মাঝিড়া বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমন পুকুর সোনারপাড়া গ্রামের বাসিন্দা।
এই ঘটনায় বাস চালকের সহকারী সহ বাসটিকে আটক করে হেফাজতে নিয়েছেন বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রাত পৌণে ৯টার দিকে ভ্যান চালক তাজমিলুর মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসছিলেন। একই সময় বগুড়া দিক থেকে সিরাজগঞ্জ গামী দ্রুত গতির যাত্রীবাহী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসটি একই গতিতে পালিয়ে যায়।
বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ওসি আবুল ফয়সাল বলেন, জাহাঙ্গীর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রাত পৌনে নয়টার দিকে মাঝিড়া বাস স্ট্যান্ডে তাজমিলুর নামে একজন পথচারীকে চাপা দেয়। সে ঘটনাস্থলে মারা যায় । বাসটি চাপা দিয়ে পালিয়ে যেতে চাইলে উপজেলার রহিমাবাদ বি-ব্লক এলাকায় বাসটি গতি রোধ করলে বাসটি রেখে চালক পালিয়ে যান। পরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে আমরা সেখানে গিয়ে চালকের সহকারী সহ বাসটি আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
Leave a Reply