আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল ৯ টা ১৫ মিনিটে উপজেলার মাঝিড়া বন্দরে সংগঠনটির নিজস্ব কার্যালয় থেকে শুরু হয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মোঃ তারেকুল ইসলাম (তারেক), সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মামুনুর রশীদ, কাজী সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আপেল মাহমুদ, মাহবুবুর রহমান দুলাল, মিনার হোসেন, আব্দুল বাসেত, ফরিদ উদ্দিন, রাজিবুল ইসলাম রাজু, রুহুল আমিন, রেজাউল করীম, শাহিদুল ইসলাম, আজাদুর রহমান , আবু সাঈদ, সেলিম হোসেন, শাহিন আলম, এরশাদুল হক, খোরশেদ আলম প্রমুখ।
Leave a Reply