শাজাহানপুরে উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়ন জমা

গোলাম আজম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
    সময় : শুক্রবার, মে ৩, ২০২৪, ৪:৩০ পূর্বাহ্ণ
  • ২৪০ Time View

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অংশ নিতে বৃহস্পতিবার (২মে) শেষদিন পর্যন্ত বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ প্রার্থী।

চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন, উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ এবং সমাজ সেবক সাদ্দাম হোসেন মোল্লা।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি রুবেল সরকার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী তারেক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান সাহিন এবং মাদলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি হেফাজত আরা মিরা, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাভলী ইয়াছমিন স্বপ্না, সমাজ সেবক পাপিয়া সুলতানা এবং রওশন আরা বেলুন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার শাজাহানপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ৩শ’ ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ১শ’ ৩৩, নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ১শ’ ৮৩ এবং হিজরা ভোটার ২ জন। ঘোষিত তফশীল মোতাবেক শাজাহানপুর উপজেলায় আগামী ৫ মে যাচাই বাছাই, ১২ মে প্রার্থীতা প্রত্যাহার, ১৩ মে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে উপজেলায় স্থাপিত ৭২টি ভোট কেন্দ্রের ৬শ’ ১৯টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com