জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী উন্নয়ন ফোরামের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রায়কালী ইউনিয়ন পরিষদ চত্বরের তিন মাথা মোড়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত অস্থায়ী ক্যাম্পে রায়কালী ইউনিয়নের নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা নিসারুল ইসলাম, ডা. রিপন হোসেন ও মোস্তাফিজুর রহমান।
সকালে ক্যাম্প উদ্বোধন করেন উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। ক্যাম্প পরিচালনা করেন ফোরামের সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রায়কালী উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা এস এম রাশেদুল আলম সবুজ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপদেষ্টা শফিউল হাসান দিপু, বিশেষ অতিথি ছিলেন দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ এম শাহিন আলম।
Leave a Reply