মঙ্গলবার রায়গঞ্জ উপজেলায় চান্দাইকোনা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আঃ সাত্তার। উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ খোরশেদ আলম ।
আরো উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাক্তার মোঃ কামরুল ইসলাম। নির্মাণ শ্রমিক ,মটর শ্রমিক, এবং চাতাল শ্রমিক হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বস্তরের শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দাইকোনা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই মাহে রমজান আমাদের মাঝে যে তাকওয়া শিক্ষা দিতে এসেছে আমরা যদি সর্বস্তরের মানুষ এই তাকওয়া অর্জন করতে পারি তথা আল্লাহ ভিত্তি অর্জন করতে পারি তাহলে সমাজের সর্বস্তরে কল্যাণ সাধিত হবে। সর্ব শেষে দোওয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply