সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রায়গঞ্জ উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাক্তার মোঃ কামরুল ইসলাম ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক মোঃ আসাদুল্লাহ ।
আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম ও রায়গঞ্জ উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী শ্রমনিতী বাস্তবায়ন করে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকের ন্যয্য মজুরি প্রদান করতে হবে। শ্রমিকের মধ্যে সকল প্রকার বৈষম্য দূর করতে হবে।দ্রব্য মূল্যর উর্ধ্বগতি সহনশীল রাখতে হবে। সকল ক্ষেত্রে অনিয়ম অরাজকতা বন্ধ করতে হবে।
Leave a Reply