ড. মাহফুজুর রহজমান আখন্দ সোমবার থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন। তিনি তাঁর ফেসবুক পেইজে লিখেছেন- “গতকাল থেকে ফেসবুকে নানাভাবে শুভেচ্ছা জানিয়েছেন। আজ চাঁদের কোমল আলো আর ফুলের সৌরভে সুবাসিত হয়ে উঠেছিলো আমার নতুন অফিস।
আমার শ্রদ্ধেয় শিক্ষক কবি ও গবেষক প্রফেসর ড. সৈয়দা নূরে কাছেদা খাতুন, কবি ও গবেষক ড. মঞ্জিলা শরীফ, নেহা’র নেতৃত্বে আমার সাঘাটা উপজেলা সমিতির শিক্ষার্থীবৃন্দ এবং ড. মোহাম্মদ আজিবর রহমান এবং তামান্নার নেতৃত্বে নর্থবেঙ্গল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়েছিলো পুরো অফিস। সকলের ভালোবাসায় যেমন নিজেকে ধন্য মনে করেছি তেমনি বুকের মধ্যে দায়িত্বের বোঝা টেনশন বাড়িয়ে দিয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সকলের কাছে দুআ চাই। মহান আল্লাহ যেনো অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক এনায়েত করেন।”
Leave a Reply