রাবি ছাপাখানার প্রশাসক হলেন ড. মাহফুজুর রহমান আখন্দ

প্রেস বিজ্ঞপ্তি :
    সময় : সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ
  • ১১ Time View
ড. মাহফুজুর রহমান আখন্দকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাপাখানার প্রশাসক নিয়োগ করা হয়েছে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আজ রবিবার এই নিয়োগ দেন।
প্রফেসর আখন্দ রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি রাবি থেকে ২০০০ সালে এমফিল এবং ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. মাহফুজুর রহমান আখন্দ ২০০২ সালে প্রভাষক হিসেবে রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগ দেন ও ২০১৫ সালে প্রফেসর পদে উন্নীত হন। রাবিতে যোগদানের আগে তিনি ঢাকায় বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্র এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি একজন কবি ও শিশুসাহিত্যিক হিসেবেও পরিচিত। তাঁর ২৪টি গ্রন্থ ও ৪৪টি প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নাল, সম্মেলন প্রকাশনা ও গ্রন্থে প্রকাশিত হয়েছে। তিনি ২টি পিএইচডি ও ৯টি এমফিল গবেষণা তত্ত্বাবধান করেছেন। বর্তমানে ৫ জন পিএইচডি গবেষক তাঁর তত্ত্বাবধানে কাজ করছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত।
শুভাকাংখীদের ভালোবাসায় শিক্ত ড. মাহফুজ
ড. মাহফুজুর রহজমান আখন্দ সোমবার থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন। তিনি তাঁর ফেসবুক পেইজে লিখেছেন- “গতকাল থেকে ফেসবুকে নানাভাবে শুভেচ্ছা জানিয়েছেন। আজ চাঁদের কোমল আলো আর ফুলের সৌরভে সুবাসিত হয়ে উঠেছিলো আমার নতুন অফিস।
আমার শ্রদ্ধেয় শিক্ষক কবি ও গবেষক প্রফেসর ড. সৈয়দা নূরে কাছেদা খাতুন, কবি ও গবেষক ড. মঞ্জিলা শরীফ, নেহা’র নেতৃত্বে আমার সাঘাটা উপজেলা সমিতির শিক্ষার্থীবৃন্দ এবং ড. মোহাম্মদ আজিবর রহমান এবং তামান্নার নেতৃত্বে নর্থবেঙ্গল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়েছিলো পুরো অফিস। সকলের ভালোবাসায় যেমন নিজেকে ধন্য মনে করেছি তেমনি বুকের মধ্যে দায়িত্বের বোঝা টেনশন বাড়িয়ে দিয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সকলের কাছে দুআ চাই। মহান আল্লাহ যেনো অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক এনায়েত করেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com