রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে পুরো এলাকা ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। এই হামলায় অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছে। নানা স্থানের আবাসিক ভবনগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সড়কের গাড়িগুলো পুড়ে গেছে। পথচারীরা গুরুতর আহত হয়েছে। কেউ মৃত্যুর মুখে ঢলে পড়েছে। রাস্তায় পড়ে আছে লাশের পর লাশ।
বিপর্যস্ত রাফার এমনই চিত্র তুলে ধরেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এতে বলা হয়েছে, রাফায় ইসরাইলি বিমান হামলায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে। সেখান থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, এই হামলায় অনেকেই নিহত হয়েছেন। তাদের লাশগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, রাফার নানা এলাকায় ইসরাইল হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ব্যস্ত সড়কে সাতজনের লাশ পাওয়া গেছে। আরো অনেকে আহত হয়েছে।
এছাড়া দক্ষিণ রাফার আল-দাখিলিয়া স্ট্রিটের আশেপাশে একটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে সেখানে হতাহতের পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা
Leave a Reply