দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, নির্বাচন বাতিল এবং এক দফা দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে রাজধানীর উত্তরায় জনসাধারণের মাঝে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগানকে প্রতিপাদ্য করে লিফলেট বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। অচিরেই ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে এই ডামি সরকারের পতন অনিবার্য।’ -খবর বিজ্ঞপ্তির
Leave a Reply